Q. কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

Answer: উইলিয়াম জোনস

উইলিয়াম জোনস কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।1784 সালে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

Related GK

Q. টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে?

A. জন শোর
B. লর্ড ওয়েলেসলি
C. লড ডালহৌসি
D. লর্ড কর্ণওয়ালিস

Q. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল?

A. 13 ই এপ্রিল, 1919
B. 21 শে এপ্রিল, 1922
C. 15 ই আগস্ট, 1921
D. 25 শে সেপ্টেম্বর, 1925

Q. কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে 'গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া' বলা হয় ?

A. গোপালকৃষ্ণ গোখলে
B. দাদাভাই নৌরজী
C. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
D. বদরউদ্দিন তৈয়বজী

Q. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. চিত্তরঞ্জন দাস
B. লালা হরদয়াল
C. ভূপেন্দ্র মুখোপাধ্যায়
D. ওপেন হাজারিকা

Q. 1928 সালে 'বরদলুই সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন?

A. মহাত্মা গান্ধী
B. বিটলডাই প্যাটেল
C. সর্দার বল্লভভাই প্যাটেল
D. মহাদেব দেশাই

Q. কবে ‘ডান্ডী অভিযান’ হয়েছিল?

A. 12 ই মার্চ, 1930
B. 7 ই আগস্ট, 1942
C. 14 ই মে, 1935
D. 12 ই এপ্রিল, 1925

Q. কে ইন্ডিয়ান ওমেনস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন?

A. স্যার সৈয়দ আহমেদ খান
B. স্যার উইলিয়াম হান্টার
C. স্যার আশুতোষ মুখোপাধ্যায়
D. ধন্দো কেশব কার্ভে

Q. ‘ইনক্লাব জিন্দাবাদ’ শ্লোগানটি কে দিয়েছিলেন?

A. মহঃ ইকবাল
B. লালা লাজপৎ রায়
C. সুভাষচন্দ্র বসু
D. ভগৎ সিং

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. সাঁওতাল বিদ্রোহ
B. সন্ন্যাসী বিদ্রোহ
C. চুয়াড় বিদ্রোহ
D. কোল বিদ্রোহ

Q. ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন

A. স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
B. লর্ড মাউন্টব্যাটেন
C. স্যার পেথিক লরেন্স
D. স্যার সিরিল রাডক্লিফ