Q. টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে?

Answer: লর্ড ওয়েলেসলি

টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল লর্ড ওয়েলেসলির হাতে। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে 1799 সালের 4 ঠা মে টিপু পরাজিত হন।

Related GK

Q. 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

A. লর্ড রিপন
B. লর্ড এলগিন
C. লর্ড ডালহৌসি
D. লর্ড ক্যানিং

Q. 'অভিনব ভারত' নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল

A. ভগৎ সিং দ্বারা
B. ক্ষুদিরাম বোস দ্বারা
C. প্রফুল্ল চাকী দ্বারা
D. ভি. ডি. সাভারকর দ্বারা

Q. কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন ?

A. ভিকোজী রুস্তম কামা
B. ভগিনী নিবেদিতা
C. অ্যানি বেসান্ত
D. সরোজিনী নাইডু

Q. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন?

A. লর্ড হার্ডিঞ্জ
B. লর্ড ডালহৌসি
C. লর্ড কর্ণওয়ালিশ
D. লর্ড হেস্টিংস

Q. 'Poverty and Unbritish Rule in India' গ্রন্থটির রচয়িতা কে ?

A. দাদাভাই নওরোজী
B. রমেশচন্দ্র দত্ত
C. অমর্ত্য সেন
D. এ. ও. হিউম

Q. ‘তিতুমির’ কে ছিলেন?

A. সিপাহী আন্দোলনের নেতা
B. ফরাজী আন্দোলনের নেতা
C. নীল বিদ্রোহ –এর নেতা
D. ওয়াহাবী আন্দোলনের নেতা

Q. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়

A. চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর -এ
B. খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম -এ
C. হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ
D. লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ