Latest Generall Knowladge

Q. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?

A. তিস্তা ও রায়ডাক
B. জলঢাকা ও তোর্সা
C. তিস্তা ও করলা
D. তিস্তা ও জলঢাকা

Q. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত?

A. তিস্তা ও রায়ঢাক নদী
B. তিস্তা ও করলা নদীর
C. তিস্তা ও জলঢাকা নদী
D. জলঢাকা ও রায়ঢাক নদী

Q. 'অভিনব ভারত' নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল

A. ভি. ডি. সাভারকর দ্বারা
B. ভগৎ সিং দ্বারা
C. প্রফুল্ল চাকী দ্বারা
D. ক্ষুদিরাম বোস দ্বারা

Q. 1857 -রবিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন

A. বাহাদুর শাহ
B. বেগম হজরৎ মহল
C. লিয়াকৎ আলি
D. নানাসাহেব

Q. 1857 মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন অভুত্থান ঘটে?

A. সাঁওতাল বিদ্রোহ
B. পাবনা বিদ্রোহ
C. নীল বিদ্রোহ
D. সন্ন্যাসী বিদ্রোহ

Q. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?

A. লর্ড কর্নওয়ালিস
B. লর্ড ক্যানিং
C. উইলিয়াম বেন্টিঙ্ক
D. লর্ড ডালহৌসি

Q. নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

A. ডেভিড হেয়ার
B. দেবেন্দ্রনাথ ঠাকুর
C. রামমোহন রায়
D. ডিরোজিও

Q. কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Traditionnal Moderniser ) বলা হয়?

A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B. রামমোহন রায়
C. স্বামী বিবেকানন্দ
D. বি. জি. তিলক