Q. ‘ইনক্লাব জিন্দাবাদ’ শ্লোগানটি কে দিয়েছিলেন?

Answer: ভগৎ সিং

ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন ভগত সিং। ইনক্লাব জিন্দাবাদ শব্দটির আক্ষরিক অর্থ হলো বিপ্লবী দীর্ঘজীবী হোক।

Related GK

Q. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?

A. এ ভি আলেকজান্ডার
B. লর্ড ওয়াভেল
C. স্যার স্ট্যাফর্ড ক্রিপস
D. স্যার পেথিক লরেন্স

Q. ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন

A. স্যার সিরিল রাডক্লিফ
B. স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
C. লর্ড মাউন্টব্যাটেন
D. স্যার পেথিক লরেন্স

Q. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —

A. মহলানবীশ তত্ত্ব নির্ভর
B. মহাত্মা গান্ধির দর্শন নির্ভর
C. সোলোর তত্ত্ব নির্ভর
D. হ্যারড-ডোমার তত্ত্ব নির্ভর

Q. 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857"?

A. উইনস্টন চার্চিল
B. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
C. ভাইসরয় লর্ড লিনলিথগো
D. চিয়াং কাই শেক

Q. নিচের কে ‘খুদাই খিদমতগার’ সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন?

A. আব্দুল রব নিস্তার
B. শকাতুল্লাহ আনসারি
C. খান আব্দুল গফফর খান
D. খান আব্দুল কোয়াইয়মখান

Q. কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Traditionnal Moderniser ) বলা হয়?

A. স্বামী বিবেকানন্দ
B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C. রামমোহন রায়
D. বি. জি. তিলক