Polity

Q. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন -

A. সংসদের সদস্যের দ্বারা
B. রাজ্যসভার দ্বারা
C. লোকসভার সদস্যের দ্বারা
D. সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যদের দ্বারা

Q. লোকসভায় জিরো আওয়ার এর সর্বাধিক সময়কাল হল -

A. 2 ঘণ্টা
B. 30 মিনিট
C. অনির্দিষ্টকাল
D. 60 মিনিট

Q. রাজ্য আইন সভার একটি বিল আইনে রুপান্তরিত হয় যখন

A. বিধান সভার সঞ্চালক তাতে সই করেন
B. রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তাতে সই করেন
C. রাজ্যের রাজ্য পাল তাতে সই করেন
D. রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে সই করেন

Q. ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হল

A. রাষ্ট্রপতি প্রধান সরকার
B. দ্বিদলীয় ও সংসদীয়
C. উপরের কোনটিই নয়
D. বহুদলীয় ও সংসদীয়

Q. রাজ্যসভার চেয়ারম্যান হলেন —

A. বিরোধী দলের নেতা
B. ভারতের উপরাষ্ট্রপতি
C. উপরাষ্ট্রপতির মনোনীত সদস্য
D. রাষ্ট্রপতির মনোনীত সদস্য

Q. ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে

A. স্টেট ব্যাংক -এর
B. রিজার্ভ ব্যাংক -এর
C. অর্থমন্ত্রক -এর
D. প্রধানমন্ত্রী অফিস -এর

Q. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন

A. রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা ।
B. পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা-সমূহের সদস্যদের দ্বারা ।
C. জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে ।
D. পার্লামেন্টের সদস্যদের দ্বারা ।

Q. নির্বাচন কমিশন গঠন করেন

A. রাষ্ট্রপতি
B. উপরাষ্ট্রপতি
C. প্রধানমন্ত্রী
D. ভারতের প্রধান বিচারপতি

Q. কোন রাজ্যে District Judge যুক্ত হন

A. রাজ্যের কাউন্সিল অব মিনিস্টারস দ্বারা
B. রাজ্যের Advocate General দ্বারা
C. High court -এর প্রধান বিচারক দ্বারা
D. Governor দ্বারা