Q. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল?

Answer: 13 ই এপ্রিল, 1919

জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল হয়েছিলো। এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন সামরিক শাসনকর্তা জেনারেল মাইকেল ও ডায়ার।

Related GK

Q. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?

A. 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
B. 8ই ডিসেম্বর, 1930 খ্রিস্টাব্দে
C. 31শে অক্টোবর, 1929 খ্রিস্টাব্দে
D. 2রা জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে

Q. কংগ্রেস কর্তৃক গঠিত 'জাতীয় পরিকল্পনা কমিটি 'র সভাপতি কে ছিলেন?

A. জওহরলাল নেহেরু
B. তেজ বাহাদুর সপ্রু
C. আসফ আলি
D. রাজেন্দ্র প্রাসাদ

Q. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?

A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B. অ্যানি বেসান্ত
C. পিঙ্গালি ভেঙ্কাইয়া
D. পদ্মনাভন

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?

A. আবুল কালাম আজাদ
B. বদরুদ্দীন তৈয়বজী
C. ফজলুল হক
D. সৈয়দ আহমেদ খান

Q. কোন কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপসের সঙ্গে ও ওয়াভেলের সঙ্গে সিমলায় কথাবার্তা চালিয়েছিলেন?

A. জওহরলাল নেহরু
B. আবুল কালাম আজাদ
C. জে. বি. কৃপালনি
D. সি. রাজাগোপালাচারি

Q. কে ‘স্বরাজ্য দলের’ প্রথম সভাপতি ছিলেন?

A. চিত্তরঞ্জন দাশ
B. রাজেন্দ্র প্রসাদ
C. মতিলাল নেহরু
D. রাজা গোপালাচারী