Q. কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে 'গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া' বলা হয় ?

Answer: দাদাভাই নৌরজী

দাদাভাই নৌরজী কে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়।দাদাভাই নওরোজি (সেপ্টেম্বর ৪, ১৮২৫ - জুন ৩০,১৯১৭) ভারত উপমহাদেশের একজন প্রথম সারির রাজনীতিবিদ। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। নওরোজি ভারতীয় জাতীয় কংগ্রেসে তার কাজের জন্য বিখ্যাত, যার মধ্যে তিনি একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং তিনবার সভাপতি ছিলেন - ১৮৮৬, ১৮৯৩, ১৯০৬। [১] ইন্ডিয়া পোস্ট ১৯৬৩, ১৯৯৭ এবং ২০১৭ সালে স্ট্যাম্পে নওরোজিকে চিত্রিত করেছিল।

Related GK

Q. ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন?

A. রাজা রামমোহন রায়
B. বাল গঙ্গাধর তিলক
C. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
D. জে. এ. হিকি

Q. 'শের-ই-বাঙ্গাল' কাকে বলা হত ?

A. নবাব সেলিমুল্লাহ
B. মৌলানা আবুল কালাম আজাদ
C. হাজি মহম্মদ মহসীন
D. ফজলুল হক

Q. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?

A. 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
B. 2রা জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
C. 8ই ডিসেম্বর, 1930 খ্রিস্টাব্দে
D. 31শে অক্টোবর, 1929 খ্রিস্টাব্দে

Q. খোদা-ই-খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. আব্বাস তায়েবজী
B. ডঃ আনসারি
C. মৌলানা আজাদ
D. খান আব্দুল গফ্ফর খান

Q. 1928 সালে 'বরদলুই সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন?

A. বিটলডাই প্যাটেল
B. মহাদেব দেশাই
C. সর্দার বল্লভভাই প্যাটেল
D. মহাত্মা গান্ধী

Q. নীলদর্পণ নাটক কার রচনা ?

A. দ্বিজেন্দ্রলাল রায়
B. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
C. গিরীশচন্দ্র ঘোষ
D. দীনবন্ধু মিত্র

Q. নিচের কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেন?

A. মোহনদাস করমচাঁদ গান্ধী
B. তেজ বাহাদুর সাপ্রু
C. নেতাজী সুভাষচন্দ্র বোস
D. আবুল কালাম আজাদ

Q. কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. করম শাহ
B. আল্লাহ বক্স
C. জাফর আলি খান
D. ফজলুল হক

Q. লক্ষ্ণৌ চুক্তি (1916) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. মুসলিম লীগ ও ভারত সভা
B. স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস
C. ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
D. হোমরুল লীগ ও মুসলিম লীগ