Q. কবে ‘ডান্ডী অভিযান’ হয়েছিল?

Answer: 12 ই মার্চ, 1930

ডান্ডি অভিযান হয়েছিল 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ। ডান্ডি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল লবণ আইন ভঙ্গ করা।

Related GK

Q. ’এশিয়াটিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা কে?

A. ডেভিড হেয়ার
B. উইলিয়াম জোন্স
C. আলেকজান্ডার ডাফ
D. এইচ. ভি. ডিরোজিও

Q. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. লর্ড ওয়েভেল
B. চক্রবর্তী রাজাগোপালাচারী
C. লর্ড মাউন্টব্যাটেন
D. ক্লিমেন্ট এটলি

Q. স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন —

A. লেবার পার্টি
B. অফিসিয়াল পার্টি
C. লিবারাল পার্টি
D. কনজারভেটিভ পার্টি

Q. কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন ?

A. সরোজিনী নাইডু
B. ভিকোজী রুস্তম কামা
C. ভগিনী নিবেদিতা
D. অ্যানি বেসান্ত

Q. Who among the following was appointed as the first Law Minister of Independent India in 1947?

A. Lokmanya Tilak
B. Dr. BR Ambedkar
C. Lal Bahadur Shastri
D. Sardar Vallabhbhai Patel

Q. বক্সারের যুদ্ধের সময়ে (1764) বাংলার নবাব কে ছিলেন?

A. মীর কাশিম
B. নিজাম-উদ-দ্দৌলা
C. মীরজাফর
D. সুজা-উদ-দৌলা

Q. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন?

A. মোতিলাল নেহেরু
B. গান্ধীজি
C. হসরত মোহানি
D. চিত্তরঞ্জন দাশ

Q. ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান?

A. লর্ড হার্ডিঞ্জ
B. লর্ড রিপন
C. লর্ড ক্যানিং
D. লর্ড ডালহৌসী