Q. ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন

Answer: স্যার সিরিল রাডক্লিফ

ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন স্যার সিরিল রাডক্লিফ একজন আইনজীবী এবং ভারতের সীমানা নির্ধারণে গঠিত রাডক্লিফ কমিশনের প্রধান।

Related GK

Q. 'মহারানীর ঘোষণাপত্রের' তারিখ কী ছিল?

A. 10ই মে, 1857
B. 11ই ফেব্রুয়ারী, 1860
C. 1লা নভেম্বর, 1858
D. 29শে মার্চ, 1857

Q. 1932 সালে 'অল ইন্ডিয়া হরিজন সমাজ' প্রতিষ্ঠা করেছিলেন কে?

A. সি. আর. দাশ
B. সুভাষচন্দ্র বসু
C. এম. কে. গান্ধি
D. জহরলাল নেহরু

Q. মুসলিম লীগের লাহোর প্রস্তাবের (1940) মূল গুরুত্ব ছিল

A. ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা।
B. মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা।
C. জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা।
D. পাকিস্তান প্রস্তাব গ্রহণ

Q. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. চক্রবর্তী রাজাগোপালাচারী
B. লর্ড ওয়েভেল
C. লর্ড মাউন্টব্যাটেন
D. ক্লিমেন্ট এটলি

Q. কোন আইন কে 'Black-Bill' বলা হত?

A. Rowlatt অ্যাক্ট -কে
B. দা রেগুলেটিং অ্যাক্ট-কে
C. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট-কে
D. Pitt ইন্ডিয়া অ্যাক্ট -কে

Q. 1928 সালে 'বরদলুই সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন?

A. বিটলডাই প্যাটেল
B. মহাত্মা গান্ধী
C. মহাদেব দেশাই
D. সর্দার বল্লভভাই প্যাটেল

Q. ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন?

A. মৌলানা আজাদ
B. পট্টভি সীতারামাইয়া
C. জহরলাল নেহেরু
D. রাজেন্দ্র প্রসাদ