Q. 1928 সালে 'বরদলুই সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন?

Answer: সর্দার বল্লভভাই প্যাটেল

Related GK

Q. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. চিত্তরঞ্জন দাশ
B. সুভাষ চন্দ্র বোস
C. রাসবিহারী বোস
D. সূর্য সেন

Q. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

A. হান্টার কমিশন
B. চার্টার অ্যাক্ট
C. মেকলে মিনিট
D. উডস ডেসপ্যাচ

Q. 'পাকিস্তান' প্রস্তাবটির জনক কে?

A. মহম্মদ আলি জিন্না
B. আসফ আলি
C. এইচ. এস. সুহরাওয়ার্দি
D. চৌধুরী রহমত আলি

Q. ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন?

A. পট্টভি সীতারামাইয়া
B. জহরলাল নেহেরু
C. রাজেন্দ্র প্রসাদ
D. মৌলানা আজাদ

Q. কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?

A. 1817 খ্রিস্টাব্দ
B. 1857 খ্রিস্টাব্দ
C. 1800 খ্রিস্টাব্দ
D. 1855 খ্রিস্টাব্দ

Q. গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন?

A. সারনাথ
B. বোধগয়া
C. বৈশালী
D. শ্রাবস্তী

Q. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত 'ডান্ডি পদযাত্রা' দিয়ে শুরু হয়?

A. অসহযোগ আন্দোলন
B. আইন অমান্য আন্দোলন
C. খিলাফত আন্দোলন
D. ভারত ছাড়ো আন্দোলন

Q. জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কার উদ্যোগে তৈরি হয়েছিল?

Answer: আলেকজান্ডার ডাফ

1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ এর উদ্যোগে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন তৈরি হয়।

Q. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?

A. সর্দার বল্লভভাই প্যাটেল
B. মহাত্মা গান্ধি
C. বি. আর. আম্বেদকর
D. মৌলানা আবুল কালাম আজাদ