Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

Answer: সাঁওতাল বিদ্রোহ

সিধু ও কানহুর নাম সাঁওতাল বিদ্রোহের সঙ্গে জড়িত। 1855 সালে এই বিদ্রোহ শুরু হয়েছিল। ছোটনাগপুর ,মানভূম ,বীরভূম ,বাঁকুড়া ,মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে বসবাসকারী সাঁওতালরা এই বিদ্রোহ শুরু করেছিলেন।

Related GK

Q. কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

A. ডেভিড হেয়ার
B. জন স্টুয়ার্ট মিল
C. উইলিয়াম জোনস
D. আলেকজান্ডার ক্যানিংহ্যাম

Q. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল

A. উপরের কোনোটিই নয়
B. ইন্ডিয়ান লিগ
C. ভারতীয় সাংবিধানিক সভা
D. ভারতীয় ন্যাশনাল কংগ্রেস

Q. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. চিত্তরঞ্জন দাশ
B. সূর্য সেন
C. রাসবিহারী বোস
D. সুভাষ চন্দ্র বোস

Q. নীলদর্পণ নাটক কার রচনা ?

A. গিরীশচন্দ্র ঘোষ
B. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
C. দীনবন্ধু মিত্র
D. দ্বিজেন্দ্রলাল রায়

Q. কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয়েছিল?

A. 1 লা অক্টোবর, 1939
B. 10 ই আগস্ট, 1940
C. 11 ই মে, 1941
D. 1 লা সেপ্টেম্বর, 1942

Q. 'উলগুলান' শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?

A. গোর্খা অভ্যুত্থান
B. কোল অভ্যুত্থান
C. সাঁওতাল অভ্যুত্থান
D. মুণ্ডা অভ্যুত্থান

Q. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?

A. লর্ড ক্যানিং
B. উইলিয়াম বেন্টিঙ্ক
C. লর্ড ডালহৌসি
D. লর্ড কর্নওয়ালিস

Q. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন?

A. লর্ড হেস্টিংস
B. লর্ড ডালহৌসি
C. লর্ড কর্ণওয়ালিশ
D. লর্ড হার্ডিঞ্জ