Q. কে ইন্ডিয়ান ওমেনস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন?

Answer: ধন্দো কেশব কার্ভে

Related GK

Q. কে 1905 সালে 'ঢাকা অনুশীলন সমিতি' স্থাপন করেছিলেন ?

A. ক্ষুদিরাম বসু
B. বারীন্দ্র কুমার ঘোষ
C. পুলিন বিহারী দাস
D. কেশবচন্দ্র সেন

Q. নিম্নোক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন ?

A. অনিল সীল
B. ইরফান হাবিব
C. নুরুল হাসান
D. আতয়ার আলি

Q. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

A. চার্টার অ্যাক্ট
B. মেকলে মিনিট
C. উডস ডেসপ্যাচ
D. হান্টার কমিশন

Q. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. সুভাষ চন্দ্র বোস
B. রাসবিহারী বোস
C. সূর্য সেন
D. চিত্তরঞ্জন দাশ

Q. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক একলক্ষ টাকা বরাদ্দ করা হয়?

A. 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
B. 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন
C. 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
D. 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন

Q. খোদা-ই-খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. খান আব্দুল গফ্ফর খান
B. আব্বাস তায়েবজী
C. মৌলানা আজাদ
D. ডঃ আনসারি

Q. 'ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' -এর সঙ্গে কে জড়িত ছিলেন ?

A. রাসবিহারী বোস
B. মহাদেব গোবিন্দ রানাডে
C. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
D. আনন্দ মোহন বোস

Q. বিরজীস কাদের কে ছিলেন?

A. বাংলার নবাব
B. মুঘল সম্রাট
C. হায়দ্রাবাদের নিজাম
D. অযোধ্যার নবাব