Q. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Answer: লালা হরদয়াল

গদর পার্টির প্রতিষ্ঠাতা লালা হরদয়াল ছিলেন। ১৯১৩ সালের ১৫ ই July লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠিত করেন।

Related GK

Q. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন —

A. এ ও হিউম
B. ফিরোজ শাহ মেহতা
C. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
D. উমেশচন্দ্র ব্যানার্জি

Q. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন?

A. লর্ড ওয়েলেসলী
B. লর্ড লিটন
C. লর্ড ডালহৌসী
D. লর্ড কার্জন

Q. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন —

A. বি. জি. তিলক
B. এন এম লোখান্ডি
C. বি. আর. আম্বেদকর
D. এম. কে গান্ধি

Q. পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত

A. খড়গপুর
B. কোলকাতা
C. দিসপুর
D. রাঁচি

Q. 'অভিনব ভারত' নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল

A. ক্ষুদিরাম বোস দ্বারা
B. ভি. ডি. সাভারকর দ্বারা
C. প্রফুল্ল চাকী দ্বারা
D. ভগৎ সিং দ্বারা

Q. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন?

A. লর্ড হেস্টিংস
B. লর্ড কর্ণওয়ালিশ
C. লর্ড হার্ডিঞ্জ
D. লর্ড ডালহৌসি

Q. 1857 -এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন ?

A. আওরঙ্গজেব
B. মির কাশিম
C. দ্বিতীয় বাহাদুর শাহ
D. সরফরজ খাঁ