Q. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল?

Answer: Rowlatt আইন প্রণয়ন

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে Rowlatt আইন প্রণয়ন হয়েছিল।1919 সালে Rowlatt আইন পাস হয়।

Related GK

Q. কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?

A. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড
B. চৌরিচৌরা
C. ডান্ডি মার্চ
D. রাওলাট আইন

Q. বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি "বান এসেছে মরা গাঙে" গানটি রচনা করেন ?

A. কাজী নজরুল ইসলাম
B. লালন ফকির
C. মুকুন্দ দাস
D. রবীন্দ্রনাথ ঠাকুর

Q. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. চিত্তরঞ্জন দাশ
B. সূর্য সেন
C. সুভাষ চন্দ্র বোস
D. রাসবিহারী বোস

Q. 'শের-ই-বাঙ্গাল' কাকে বলা হত ?

A. নবাব সেলিমুল্লাহ
B. হাজি মহম্মদ মহসীন
C. ফজলুল হক
D. মৌলানা আবুল কালাম আজাদ

Q. মুসলীম লীগ অন্তর্বর্তী কালীন সরকারে যোগদান করেন কবে?

A. নভেম্বর, 1946
B. ডিসেম্বর, 1946
C. জানুয়ারী, 1947
D. অক্টোবর, 1946

Q. 1946 সালে কোন মিশন / কমিশন ভারতে আসে ?

A. হান্টার কমিশন
B. ক্রিপস মিশন
C. সাইমন কমিশন
D. ক্যাবিনেট মিশন

Q. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. মহম্মদ শেখ আবদুল্লা
B. সৈয়দ আমীর আলী
C. মহম্মদ আলি জিন্না
D. লর্ড মাউন্টব্যাটেন

Q. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়

A. লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ
B. হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ
C. খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম -এ
D. চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর -এ