Q. কত সালে এবং কোথায় মুসলিম লিগ 'পাকিস্তান প্রস্তাব' গ্রহণ করেছিল ?

Answer: 1940, লাহোর

1940 সালে লাহোরে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে। পাকিস্তান প্রস্তাব দিয়েছিল মুসলিম লীগ। লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন মহম্মদ আলি জিন্না।

Related GK

Q. বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. মারাঠা ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে 1761 খ্রিষ্টাব্দে
B. পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে
C. রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে 1809 খ্রিষ্টাব্দে
D. টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1784 খ্রিষ্টাব্দে

Q. 1927 সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল

A. উপরের কোনোটিই নয়
B. ইহা মুসলিম লীগকে সমর্থন করেছিল।
C. কমিশনে ভারতীয় কোনো মেন্বার ছিলেন না।
D. কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী।

Q. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন?

A. চমনলাল
B. মহাত্মা গান্ধী
C. রাজাগোপালাচারী
D. বল্লভভাই প্যাটেল

Q. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —

A. সোলোর তত্ত্ব নির্ভর
B. মহাত্মা গান্ধির দর্শন নির্ভর
C. মহলানবীশ তত্ত্ব নির্ভর
D. হ্যারড-ডোমার তত্ত্ব নির্ভর

Q. 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

A. লর্ড ক্যানিং
B. লর্ড ডালহৌসি
C. লর্ড রিপন
D. লর্ড এলগিন

Q. কবে কার অধিনায়কত্বে Indian National Army আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল?

A. ক্যাপ্টেন মোহন সিংয় -এর নেতৃত্বে (সিঙ্গাপুরে) 1942 -এ
B. রাসবিহারী বসু, 1942
C. উপরোক্ত কোনো ব্যক্তি নয়
D. সুভাষচন্দ্র বসু, 1943

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

A. বাল গঙ্গাধর তিলক
B. মতিলাল নেহরু
C. এ. ও. হিউম
D. সুরেন্দ্র নাথ ব্যানার্জী

Q. নিচের কে ‘খুদাই খিদমতগার’ সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন?

A. খান আব্দুল গফফর খান
B. শকাতুল্লাহ আনসারি
C. খান আব্দুল কোয়াইয়মখান
D. আব্দুল রব নিস্তার