Q. কত সালে এবং কোথায় মুসলিম লিগ 'পাকিস্তান প্রস্তাব' গ্রহণ করেছিল ?

Answer: 1940, লাহোর

1940 সালে লাহোরে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে। পাকিস্তান প্রস্তাব দিয়েছিল মুসলিম লীগ। লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন মহম্মদ আলি জিন্না।

Related GK

Q. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?

A. লর্ড হেস্টিংস
B. লর্ড বেন্টিঙ্ক
C. লর্ড ক্যানিং
D. লর্ড ডালহৌসী

Q. ‘ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগের’ প্রতিষ্ঠাতা কে?

A. কৃষ্ণ ভার্মা
B. রাসবিহারী বসু
C. উপরের কেউ নয়
D. সুভাষচন্দ্র বসু

Q. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত 'ডান্ডি পদযাত্রা' দিয়ে শুরু হয়?

A. আইন অমান্য আন্দোলন
B. খিলাফত আন্দোলন
C. ভারত ছাড়ো আন্দোলন
D. অসহযোগ আন্দোলন

Q. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ?

A. আগস্ট, 1946
B. আগস্ট, 1947
C. জুন, 1946
D. জুলাই, 1947

Q. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে?

A. বিপিন চন্দ্র পাল
B. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
C. অরবিন্দ ঘোষ
D. উমেশ চন্দ্র ব্যানার্জি

Q. বঙ্গভঙ্গ কবে রদ হয় —

A. 1914 সালে
B. 1911 সালে
C. 1907 সালে
D. 1909 সালে

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

A. মতিলাল নেহরু
B. এ. ও. হিউম
C. সুরেন্দ্র নাথ ব্যানার্জী
D. বাল গঙ্গাধর তিলক