Q. 'শের-ই-বাঙ্গাল' কাকে বলা হত ?

Answer: ফজলুল হক

শের-ই-বাঙ্গাল' বলা হত-ফজলুল হক কে।তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠান করেছেন, তার মধ্যে কলকাতার মেয়র (1935), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (1937-43), পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী (1954), পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (1955), পূর্ব পাকিস্তানের গভর্নর (1956-1958) অন্যতম।

Related GK

Q. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন —

A. বি. জি. তিলক
B. এন এম লোখান্ডি
C. বি. আর. আম্বেদকর
D. এম. কে গান্ধি

Q. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল?

A. 25 শে সেপ্টেম্বর, 1925
B. 15 ই আগস্ট, 1921
C. 13 ই এপ্রিল, 1919
D. 21 শে এপ্রিল, 1922

Q. 1857 মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন অভুত্থান ঘটে?

A. পাবনা বিদ্রোহ
B. নীল বিদ্রোহ
C. সাঁওতাল বিদ্রোহ
D. সন্ন্যাসী বিদ্রোহ

Q. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত 'ডান্ডি পদযাত্রা' দিয়ে শুরু হয়?

A. খিলাফত আন্দোলন
B. অসহযোগ আন্দোলন
C. আইন অমান্য আন্দোলন
D. ভারত ছাড়ো আন্দোলন

Q. কবে কার অধিনায়কত্বে Indian National Army আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল?

A. রাসবিহারী বসু, 1942
B. উপরোক্ত কোনো ব্যক্তি নয়
C. ক্যাপ্টেন মোহন সিংয় -এর নেতৃত্বে (সিঙ্গাপুরে) 1942 -এ
D. সুভাষচন্দ্র বসু, 1943

Q. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?

A. 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
B. 2রা জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
C. 31শে অক্টোবর, 1929 খ্রিস্টাব্দে
D. 8ই ডিসেম্বর, 1930 খ্রিস্টাব্দে

Q. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন

A. জয়প্রকাশ নারায়ণ
B. মোরারজি দেশাই
C. অটল বিহারী বাজপেয়ী
D. চৌধুরী চরণ সিং

Q. কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয়েছিল?

A. 1 লা সেপ্টেম্বর, 1942
B. 10 ই আগস্ট, 1940
C. 11 ই মে, 1941
D. 1 লা অক্টোবর, 1939