Q. বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি "বান এসেছে মরা গাঙে" গানটি রচনা করেন ?

Answer: মুকুন্দ দাস

বঙ্গভঙ্গের সময় বাঙালি কবি মুকুন্দ দাস"বান এসেছে মরা গাঙে" গানটি রচনা করেন ।

Related GK

Q. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন —

A. বি. আর. আম্বেদকর
B. এম. কে গান্ধি
C. এন এম লোখান্ডি
D. বি. জি. তিলক

Q. পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত

A. রাঁচি
B. দিসপুর
C. খড়গপুর
D. কোলকাতা

Q. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?

A. শিয়ালদহ থেকে নৈহাটি
B. হাওড়া থেকে বর্ধমান
C. হাওড়া থেকে হুগলি
D. হাওড়া থেকে রানিগঞ্জ

Q. এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত?

A. বর্তমান ভারত
B. কথামালা
C. কথামৃত
D. এ নেশন ইন মেকিং

Q. 1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন?

A. ভূলাভাই দেশাই
B. পূর্বে উক্ত সকলেই
C. জওহরলাল নেহরু
D. তেজ বাহাদুর সপরু

Q. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?

A. 8ই ডিসেম্বর, 1930 খ্রিস্টাব্দে
B. 2রা জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
C. 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
D. 31শে অক্টোবর, 1929 খ্রিস্টাব্দে

Q. 1932 সালে 'অল ইন্ডিয়া হরিজন সমাজ' প্রতিষ্ঠা করেছিলেন কে?

A. সুভাষচন্দ্র বসু
B. এম. কে. গান্ধি
C. জহরলাল নেহরু
D. সি. আর. দাশ

Q. মুসলিম লীগের লাহোর প্রস্তাবের (1940) মূল গুরুত্ব ছিল

A. পাকিস্তান প্রস্তাব গ্রহণ
B. মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা।
C. জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা।
D. ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা।

Q. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?

A. লর্ড ডালহৌসি
B. লর্ড কর্নওয়ালিস
C. উইলিয়াম বেন্টিঙ্ক
D. লর্ড ক্যানিং