Q. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেছিলেন?

Answer: সূর্য সেন

ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন সূর্য সেন ১৯৩০ সালে।

Related GK

Q. এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত?

A. এ নেশন ইন মেকিং
B. বর্তমান ভারত
C. কথামৃত
D. কথামালা

Q. অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল?

A. সিঙ্গাপুর -এ
B. বার্লিন -এ
C. টোকিও -তে
D. রোম -এ

Q. কোন আইন কে 'Black-Bill' বলা হত?

A. Rowlatt অ্যাক্ট -কে
B. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট-কে
C. দা রেগুলেটিং অ্যাক্ট-কে
D. Pitt ইন্ডিয়া অ্যাক্ট -কে

Q. ভারত একটি

A. রাষ্ট্র সমবায়
B. যুক্তরাষ্ট্র
C. রাজ্যসমূহের সংঘ
D. এককেন্দ্রিক

Q. বীরবলের আসল নাম কি ছিল ?

A. ভগবান দাস
B. মহেশ দাস
C. শ্যাম দাস
D. রামদাস

Q. হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল

A. মাউন্টব্যাটেন পরিকল্পনা
B. মিন্টো-মরলে রিফর্মস
C. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935
D. মন্টেগু চেমসফোর্ড রিফর্মস

Q. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?

A. লর্ড ক্যানিং
B. লর্ড কর্নওয়ালিস
C. লর্ড ডালহৌসি
D. উইলিয়াম বেন্টিঙ্ক

Q. কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে 'গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া' বলা হয় ?

A. দাদাভাই নৌরজী
B. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
C. বদরউদ্দিন তৈয়বজী
D. গোপালকৃষ্ণ গোখলে

Q. সতীদাহ প্রথা কে রদ করেন ?

A. লর্ড ক্যানিং
B. লর্ড কার্জন
C. লর্ড ডালহৌসি
D. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক