Q. 1946 সালে কোন মিশন / কমিশন ভারতে আসে ?

Answer: ক্যাবিনেট মিশন

1946 সালে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন মিশন / কমিশন ভারতে আসে । ক্যাবিনেট মিশনের সদস্যরা হলেন স্টাফর্ড ক্রিপস, পেথিক লরেন্স ,এ ভি আলেকজান্ডার।

Related GK

Q. 'অভিনব ভারত' নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল

A. ভগৎ সিং দ্বারা
B. ক্ষুদিরাম বোস দ্বারা
C. ভি. ডি. সাভারকর দ্বারা
D. প্রফুল্ল চাকী দ্বারা

Q. নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব (resolution) নেওয়া হয়েছিল ?

A. 16ই আগস্ট 1946
B. 14ই এপ্রিল 1942
C. 23শে মার্চ 1940
D. 26শে জানুয়ারি 1935

Q. নিম্নোক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন ?

A. ইরফান হাবিব
B. আতয়ার আলি
C. নুরুল হাসান
D. অনিল সীল

Q. ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন

A. মোহনদাস করমচাঁদ গান্ধী
B. সর্দার বল্লভ ভাই প্যাটেল
C. ডঃ বি আর আম্বেদকর
D. জওহরলাল নেহেরু

Q. What was the effective date of the partition of Bengal?

A. 16th October 1905
B. 14 August 1996
C. 29 March 1901
D. 22 July 1911

Q. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল —

A. দেওবন্দ স্কুল
B. পীর ফকির মজলিস
C. অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
D. খিলাফৎ কমিটি

Q. কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়?

A. চতুর্থ মহীশুর যুদ্ধ, 1799
B. তৃতীয় মহীশুর যুদ্ধ, 1790-92
C. বক্সারের যুদ্ধ, 1764
D. পলাশীর যুদ্ধ, 1757