Q. মুসলীম লীগ অন্তর্বর্তী কালীন সরকারে যোগদান করেন কবে?

Answer: অক্টোবর, 1946

মুসলীম লীগ অন্তর্বর্তী কালীন সরকারে যোগদান করেন অক্টোবর, 1946 সালে। মুসলিম লীগের 5 জন সদস্য অন্তবর্তী সরকারে যোগদান করেছিল। এরা হলেন লিয়াকত আলি খাঁ, চুন্দ্রীগড় , আব্দুর রব নিস্তার, গজন ফর আলী খাঁ, যোগেন্দ্র নাথ মন্ডল।

Related GK

Q. খোদা-ই-খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. আব্বাস তায়েবজী
B. ডঃ আনসারি
C. খান আব্দুল গফ্ফর খান
D. মৌলানা আজাদ

Q. কারা 'প্রত্যক্ষ সংগ্রাম' -এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়?

A. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (18 আগস্ট, 1945)
B. জাতীয় কংগ্রেস (8 আগস্ট, 1942)
C. মুসলিম লীগ (16 আগস্ট, 1946)
D. হিন্দু মহাসভা (3 জুন, 1942)

Q. নিচের কে ‘ব্রাহ্মসমাজে’র সক্রিয় নেতা ছিলেন না?

A. অক্ষয় কুমার দত্ত
B. স্বামী বিবেকানন্দ
C. দেবেন্দ্রনাথ ঠাকুর
D. কেশবচন্দ্র সেন

Q. গান্ধিজির আইন-অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?

A. লর্ড হার্ডিঞ্জ
B. লর্ড লিনলিথগো
C. লর্ড মিন্টো
D. লর্ড আরউইন

Q. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত 'ডান্ডি পদযাত্রা' দিয়ে শুরু হয়?

A. খিলাফত আন্দোলন
B. আইন অমান্য আন্দোলন
C. ভারত ছাড়ো আন্দোলন
D. অসহযোগ আন্দোলন

Q. কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?

A. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড
B. চৌরিচৌরা
C. ডান্ডি মার্চ
D. রাওলাট আইন

Q. 1928 সালে 'বরদলুই সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন?

A. সর্দার বল্লভভাই প্যাটেল
B. বিটলডাই প্যাটেল
C. মহাত্মা গান্ধী
D. মহাদেব দেশাই

Q. ‘ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগের’ প্রতিষ্ঠাতা কে?

A. উপরের কেউ নয়
B. কৃষ্ণ ভার্মা
C. রাসবিহারী বসু
D. সুভাষচন্দ্র বসু

Q. ’এশিয়াটিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা কে?

A. এইচ. ভি. ডিরোজিও
B. উইলিয়াম জোন্স
C. আলেকজান্ডার ডাফ
D. ডেভিড হেয়ার