Q. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

Answer: মহম্মদ আলি জিন্না

পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —মহম্মদ আলি জিন্না। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন লিয়াকত আলি খান ।মহম্মদ আলি জিন্না পাকিস্তান গণপরিষদের সভাপতিও নিযুক্ত হন।

Related GK

Q. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন

A. অটল বিহারী বাজপেয়ী
B. জয়প্রকাশ নারায়ণ
C. মোরারজি দেশাই
D. চৌধুরী চরণ সিং

Q. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?

A. লর্ড ওয়াভেল
B. এ ভি আলেকজান্ডার
C. স্যার পেথিক লরেন্স
D. স্যার স্ট্যাফর্ড ক্রিপস

Q. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?

A. লর্ড ওয়াভেল
B. লর্ড লিনলিথগো
C. এটলী
D. লর্ড মাউন্টব্যাটেন

Q. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

A. হান্টার কমিশন
B. মেকলে মিনিট
C. চার্টার অ্যাক্ট
D. উডস ডেসপ্যাচ

Q. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?

A. ভি. ভি. গিরি
B. সি. আর. দাস
C. সুভাষচন্দ্র বসু
D. লালা লাজপত রাই

Q. বিরজীস কাদের কে ছিলেন?

A. হায়দ্রাবাদের নিজাম
B. অযোধ্যার নবাব
C. মুঘল সম্রাট
D. বাংলার নবাব

Q. পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত

A. রাঁচি
B. খড়গপুর
C. কোলকাতা
D. দিসপুর

Q. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?

A. লর্ড হেস্টিংস
B. লর্ড ডালহৌসী
C. লর্ড ক্যানিং
D. লর্ড বেন্টিঙ্ক