Q. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়

Answer: লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ

পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ l

Related GK

Q. কে অ্যাংলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?

A. দয়ানন্দ সরস্বতী
B. আত্মারাম পান্ডুরঙ্গ
C. মহাদেব গোবিন্দ রানাডে
D. লালা হংসরাজ

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. চুয়াড় বিদ্রোহ
B. সাঁওতাল বিদ্রোহ
C. কোল বিদ্রোহ
D. সন্ন্যাসী বিদ্রোহ

Q. ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল?

A. উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট নেওয়া
B. হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ
C. সিমলা কনফারেন্স আহ্বান করা
D. কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গড়া

Q. মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল

A. লাহোর অধিবেশনে (1929)
B. গৌহাটি অধিবেশনে (1926)
C. মাদ্রাজ অধিবেশনে (1927)
D. করাচী অধিবেশনে (1931)

Q. কে ইন্ডিয়ান ওমেনস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন?

A. ধন্দো কেশব কার্ভে
B. স্যার উইলিয়াম হান্টার
C. স্যার আশুতোষ মুখোপাধ্যায়
D. স্যার সৈয়দ আহমেদ খান

Q. 'ঢাকা অনুশীলন সমিতি' কে প্রতিষ্ঠা করেন?

A. পুলিনবিহারী দাস
B. এস. এন. সান্যাল
C. যতীন্দ্রনাথ মুখার্জী
D. প্রফুল্ল চাকী

Q. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল

A. ভারতীয় সাংবিধানিক সভা
B. ইন্ডিয়ান লিগ
C. উপরের কোনোটিই নয়
D. ভারতীয় ন্যাশনাল কংগ্রেস

Q. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. সূর্য সেন
B. চিত্তরঞ্জন দাশ
C. রাসবিহারী বোস
D. সুভাষ চন্দ্র বোস