Q. কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?

Answer: চৌরিচৌরা

চৌরিচৌরা ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ।অসহযোগ আন্দোলন গান্ধীজি প্রত্যাহার করেন 1922 সালে।

Related GK

Q. মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল

A. গৌহাটি অধিবেশনে (1926)
B. করাচী অধিবেশনে (1931)
C. লাহোর অধিবেশনে (1929)
D. মাদ্রাজ অধিবেশনে (1927)

Q. কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন ?

A. সরোজিনী নাইডু
B. ভিকোজী রুস্তম কামা
C. অ্যানি বেসান্ত
D. ভগিনী নিবেদিতা

Q. 'অভিনব ভারত' নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল

A. ভি. ডি. সাভারকর দ্বারা
B. ভগৎ সিং দ্বারা
C. ক্ষুদিরাম বোস দ্বারা
D. প্রফুল্ল চাকী দ্বারা

Q. মুসলীম লীগ অন্তর্বর্তী কালীন সরকারে যোগদান করেন কবে?

A. অক্টোবর, 1946
B. নভেম্বর, 1946
C. জানুয়ারী, 1947
D. ডিসেম্বর, 1946

Q. বিরজীস কাদের কে ছিলেন?

A. মুঘল সম্রাট
B. বাংলার নবাব
C. অযোধ্যার নবাব
D. হায়দ্রাবাদের নিজাম

Q. নীলদর্পণ নাটক কার রচনা ?

A. গিরীশচন্দ্র ঘোষ
B. দীনবন্ধু মিত্র
C. দ্বিজেন্দ্রলাল রায়
D. হরিশচন্দ্র মুখোপাধ্যায়

Q. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?

A. 2রা জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
B. 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
C. 8ই ডিসেম্বর, 1930 খ্রিস্টাব্দে
D. 31শে অক্টোবর, 1929 খ্রিস্টাব্দে