Q. মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন, তিনি ছিলেন —

Answer: তেগ বাহাদুর

মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন, তিনি ছিলেন তেগ বাহাদুর।

Related GK

Q. 'ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' -এর সঙ্গে কে জড়িত ছিলেন ?

A. মহাদেব গোবিন্দ রানাডে
B. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
C. আনন্দ মোহন বোস
D. রাসবিহারী বোস

Q. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?

A. লালা লাজপত রাই
B. সি. আর. দাস
C. ভি. ভি. গিরি
D. সুভাষচন্দ্র বসু

Q. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. সৈয়দ আমীর আলী
B. মহম্মদ আলি জিন্না
C. লর্ড মাউন্টব্যাটেন
D. মহম্মদ শেখ আবদুল্লা

Q. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?

A. লর্ড লিনলিথগো
B. লর্ড ওয়াভেল
C. এটলী
D. লর্ড মাউন্টব্যাটেন

Q. বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি "বান এসেছে মরা গাঙে" গানটি রচনা করেন ?

A. লালন ফকির
B. কাজী নজরুল ইসলাম
C. মুকুন্দ দাস
D. রবীন্দ্রনাথ ঠাকুর

Q. কংগ্রেস ‘সাইমন কমিশন’ বর্জন করেছিল কেন?

A. কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না
B. মুসলিম লিগের একজন সদ্স্য এ’তে ছিল
C. ভারতীয়দের নিজেদের সংবিধান স্থির করার দাবিকে নস্যাৎ করেছিল
D. এটি নির্ধারিত সময়ের এক বছর আগে নিয়োগ করা হয়েছিল

Q. কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন?

A. থিওডোর বেক
B. স্যার সৈয়দ আহমেদ খান
C. লর্ড কার্জন
D. লর্ড ডাফরিন

Q. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —

A. হ্যারড-ডোমার তত্ত্ব নির্ভর
B. মহাত্মা গান্ধির দর্শন নির্ভর
C. সোলোর তত্ত্ব নির্ভর
D. মহলানবীশ তত্ত্ব নির্ভর

Q. বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল?

A. ফরাসি
B. ওলন্দাজ
C. পোর্তুগিজ
D. ইংরেজ

Q. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল?

A. 21 শে এপ্রিল, 1922
B. 15 ই আগস্ট, 1921
C. 13 ই এপ্রিল, 1919
D. 25 শে সেপ্টেম্বর, 1925