Q. কংগ্রেস ‘সাইমন কমিশন’ বর্জন করেছিল কেন?

Answer: কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না

কংগ্রেস সাইমন কমিশন বর্জন করেছিল কারণ এখানে কোন কংগ্রেসের প্রতিনিধি ছিল না। সাইমন কমিশন 1927 সালে গঠিত হয়। সাইমন কমিশনের সভাপতি ছিলেন স্যার জন সাইমন।

Related GK

Q. ভারতের জাতীয় কংগ্রেসের 'জনক' বলে কাকে অভিহিত করা হয়?

A. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
B. মহাত্মা গান্ধি
C. এ. ও. হিউম
D. লোকমান্য তিলক

Q. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?

A. হাওড়া থেকে বর্ধমান
B. হাওড়া থেকে হুগলি
C. শিয়ালদহ থেকে নৈহাটি
D. হাওড়া থেকে রানিগঞ্জ

Q. 'পাকিস্তান' প্রস্তাবটির জনক কে?

A. আসফ আলি
B. মহম্মদ আলি জিন্না
C. এইচ. এস. সুহরাওয়ার্দি
D. চৌধুরী রহমত আলি

Q. কংগ্রেস কর্তৃক গঠিত 'জাতীয় পরিকল্পনা কমিটি 'র সভাপতি কে ছিলেন?

A. রাজেন্দ্র প্রাসাদ
B. তেজ বাহাদুর সপ্রু
C. আসফ আলি
D. জওহরলাল নেহেরু

Q. ক্রিপস মিশন প্রস্তাব একটি 'ফেল করা ব্যাংকের ওপর আগামীদিনের চেক-এর মতো'— এই উক্তি কার?

A. মহাত্মা গান্ধী
B. জহরলাল নেহেরু
C. সর্দার বল্লভভাই প্যাটেল
D. সুভাষ চন্দ্র বসু

Q. কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন ?

A. ভগিনী নিবেদিতা
B. ভিকোজী রুস্তম কামা
C. অ্যানি বেসান্ত
D. সরোজিনী নাইডু

Q. What was the effective date of the partition of Bengal?

A. 22 July 1911
B. 16th October 1905
C. 29 March 1901
D. 14 August 1996

Q. কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন?

A. লর্ড ডাফরিন
B. লর্ড কার্জন
C. স্যার সৈয়দ আহমেদ খান
D. থিওডোর বেক