Q. বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল?

Answer: পোর্তুগিজ

বাণিজ্যের উদ্দেশ্যে পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিল। পর্তুগিজ নাবিক ভাস্কাদা গামা সর্বপ্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে পৌঁছান। ভাস্কো দা গামা 1498 সালে ভারতে আসেন।

Related GK

Q. 1928 সালে 'বরদলুই সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন?

A. বিটলডাই প্যাটেল
B. মহাদেব দেশাই
C. সর্দার বল্লভভাই প্যাটেল
D. মহাত্মা গান্ধী

Q. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে?

A. সুভাষচন্দ্র বোস
B. রাসবিহারী বসু
C. ক্যাপ্টেন মোহন সিং
D. শাহনওয়াজ খান

Q. 1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন?

A. জওহরলাল নেহরু
B. তেজ বাহাদুর সপরু
C. পূর্বে উক্ত সকলেই
D. ভূলাভাই দেশাই

Q. কোন আন্দোলনের সময় থেকে বল্লভ ভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন

A. আইন অমান্য আন্দোলন (civil disobedience movement)
B. বারদৌলি আন্দোলন
C. স্বদেশী আন্দোলন
D. ভারত ছাড়ো আন্দোলন (quit India movement)

Q. ‘আগস্ট অফার’ এ প্রস্তাবগুলি কী ছিল?

A. ডোমিনিয়ন স্ট্যাটাস
B. কেন্দ্রে প্রতিনিধিত্বমূলক সরকার
C. প্রাদেশিক স্বায়ত্তশাসন
D. ক্রমান্বয়ে ভারতের পূর্ণ স্বাধীনতা

Q. নীলদর্পণ নাটক কার রচনা ?

A. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
B. দ্বিজেন্দ্রলাল রায়
C. গিরীশচন্দ্র ঘোষ
D. দীনবন্ধু মিত্র