Q. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?

Answer: লালা লাজপত রাই

নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন লালা লাজপত রায়। AITUC পুরো কথা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস।

Related GK

Q. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে?

A. রাসবিহারী বসু
B. সুভাষচন্দ্র বোস
C. শাহনওয়াজ খান
D. ক্যাপ্টেন মোহন সিং

Q. নিচের কে ‘ব্রাহ্মসমাজে’র সক্রিয় নেতা ছিলেন না?

A. অক্ষয় কুমার দত্ত
B. দেবেন্দ্রনাথ ঠাকুর
C. কেশবচন্দ্র সেন
D. স্বামী বিবেকানন্দ

Q. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?

A. 2রা জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
B. 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
C. 8ই ডিসেম্বর, 1930 খ্রিস্টাব্দে
D. 31শে অক্টোবর, 1929 খ্রিস্টাব্দে

Q. নিচের কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেন?

A. আবুল কালাম আজাদ
B. নেতাজী সুভাষচন্দ্র বোস
C. মোহনদাস করমচাঁদ গান্ধী
D. তেজ বাহাদুর সাপ্রু

Q. তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. হরিশ চন্দ্র মুখার্জি
B. দেবেন্দ্রনাথ ঠাকুর
C. অক্ষয় কুমার দত্ত
D. রামমোহন রায়

Q. কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?

A. দীনবন্ধু
B. নীলদর্শন
C. আনন্দমঠ
D. নীলদর্পণ

Q. ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল?

A. হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ
B. কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গড়া
C. সিমলা কনফারেন্স আহ্বান করা
D. উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট নেওয়া