Q. 'ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' -এর সঙ্গে কে জড়িত ছিলেন ?

Answer: রাসবিহারী বোস

ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' -এর সঙ্গে রাসবিহারী বসু জড়িত ছিলেন।ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' - বা ভারতীয় স্বাধীনতা সংঘ 1942 সালে গঠিত হয়। ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' - ব্যাংককে গঠিত হয়েছিলো।

Related GK

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

A. সুরেন্দ্র নাথ ব্যানার্জী
B. মতিলাল নেহরু
C. বাল গঙ্গাধর তিলক
D. এ. ও. হিউম

Q. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?

A. পদ্মনাভন
B. পিঙ্গালি ভেঙ্কাইয়া
C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D. অ্যানি বেসান্ত

Q. 'হিন্দু মজদুর সংঘ' -এর প্রতিষ্ঠাতা ছিলেন?

A. দাদাভাই নওরোজী
B. জি এল নন্দ
C. এন এম যোশি
D. ভি বি প্যাটেল

Q. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?

A. লর্ড বেন্টিঙ্ক
B. লর্ড হেস্টিংস
C. লর্ড ক্যানিং
D. লর্ড ডালহৌসী

Q. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?

A. 31শে অক্টোবর, 1929 খ্রিস্টাব্দে
B. 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
C. 2রা জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
D. 8ই ডিসেম্বর, 1930 খ্রিস্টাব্দে