Q. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —

Answer: মহলানবীশ তত্ত্ব নির্ভর

ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —মহলানবীশ তত্ত্ব নির্ভর। Indian stastical institute এর বিখ্যাত পরিসং্যানবিদ ছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ।1955 সালে তিনি দ্বিতীয় পঞচবার্ষিকী পরিকল্পনার রূপরেখা তৈরি করেন।

Related GK

Q. ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন?

A. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
B. বাল গঙ্গাধর তিলক
C. জে. এ. হিকি
D. রাজা রামমোহন রায়

Q. কে 'হিন্দু প্যাট্রিয়ট' -এর সম্পাদক?

A. শিশির কুমার ঘোষ
B. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
C. মোতিলাল ঘোষ
D. হরিশচন্দ্র মুখার্জী

Q. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?

A. শিয়ালদহ থেকে নৈহাটি
B. হাওড়া থেকে বর্ধমান
C. হাওড়া থেকে রানিগঞ্জ
D. হাওড়া থেকে হুগলি

Q. 'উলগুলান' শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?

A. মুণ্ডা অভ্যুত্থান
B. গোর্খা অভ্যুত্থান
C. সাঁওতাল অভ্যুত্থান
D. কোল অভ্যুত্থান

Q. দীনবন্ধু মিত্র রচিত 'নীল দর্পণ' গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে ?

A. ভূমিহীন মজুর
B. উপরোক্ত প্রতিটি শ্রেণীরই
C. বাংলার কারিগর
D. নীল চাষি

Q. এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত?

A. কথামৃত
B. কথামালা
C. এ নেশন ইন মেকিং
D. বর্তমান ভারত

Q. 1857 -রবিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন

A. লিয়াকৎ আলি
B. বাহাদুর শাহ
C. বেগম হজরৎ মহল
D. নানাসাহেব

Q. শ্রীরঙ্গপত্তমে 'স্বাধীনতা বৃক্ষ' স্থাপন করেছিলেন

A. হায়দার আলি
B. চিন কিলিচ খান
C. মুর্শিদকুলি খান
D. টিপু সুলতান

Q. নিচের কে ‘খুদাই খিদমতগার’ সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন?

A. খান আব্দুল কোয়াইয়মখান
B. খান আব্দুল গফফর খান
C. শকাতুল্লাহ আনসারি
D. আব্দুল রব নিস্তার