Q. কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন?

Answer: লর্ড ডাফরিন

Related GK

Q. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?

A. অ্যানি বেসান্ত
B. পিঙ্গালি ভেঙ্কাইয়া
C. পদ্মনাভন
D. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Q. জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কার উদ্যোগে তৈরি হয়েছিল?

Answer: আলেকজান্ডার ডাফ

1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ এর উদ্যোগে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন তৈরি হয়।

Q. কে 1905 সালে 'ঢাকা অনুশীলন সমিতি' স্থাপন করেছিলেন ?

A. ক্ষুদিরাম বসু
B. পুলিন বিহারী দাস
C. বারীন্দ্র কুমার ঘোষ
D. কেশবচন্দ্র সেন

Q. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?

A. উইলিয়াম বেন্টিঙ্ক
B. লর্ড কর্নওয়ালিস
C. লর্ড ডালহৌসি
D. লর্ড ক্যানিং

Q. খোদা-ই-খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. আব্বাস তায়েবজী
B. মৌলানা আজাদ
C. ডঃ আনসারি
D. খান আব্দুল গফ্ফর খান

Q. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?

A. সুভাষচন্দ্র বসু
B. ভি. ভি. গিরি
C. সি. আর. দাস
D. লালা লাজপত রাই

Q. কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে 'গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া' বলা হয় ?

A. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
B. বদরউদ্দিন তৈয়বজী
C. দাদাভাই নৌরজী
D. গোপালকৃষ্ণ গোখলে