Q. তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা হল

Answer: ময়ূরাক্ষী

Related GK

Q. 38 তম প্যারালাन (38th parallel) বিভক্ত করে

A. ভিয়েতনাম ও কাম্পুচিয়া
B. ভারত ও নেপাল
C. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
D. ভারত ও পাকিস্তান

Q. কয়লা, খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাস হল

A. Fossil Fuel (ফসিল ফুয়েল )
B. Cryogenic Fuel (ক্রায়োজেনিক ফুয়েল )
C. Radioactive Fule (রেডিও অ্যাক্টিভ ফুয়েল)
D. Indigenous Fuel ( ইণ্ডিজেনাস ফুয়েল )

Q. প্রচুর পরিমাণে তামা পাওয়া যায়

A. ঘাটশিলা
B. নাগপুর
C. ময়ূরভঞ্জ
D. দুর্গাপুর

Q. স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন জেলাটি ছিল না?

A. হাওড়া
B. দার্জিলিং
C. মুর্শিদাবাদ
D. কোচবিহার

Q. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে

A. উত্তর এবং উত্তর পূর্বে
B. উত্তরে
C. উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে
D. উত্তর পশ্চিম এবং দক্ষিণপূর্বে

Q. তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত —

A. ডুয়ার্স
B. দিয়ারা
C. তরাই
D. তাল

Q. দামোদর ভ্যালি কর্পোরেশন হলো —

A. পশ্চিমবঙ্গের একটি রাজ্য সরকারি সংস্থা
B. পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা
C. ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা
D. ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা

Q. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে

A. জৈববৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে
B. রামসার স্থান হিসেবে
C. পর্যটন ক্ষেত্র হিসেবে
D. বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে