Q. দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা । আসলে এটি হল

Answer: গোদাবরী নদী

দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা । আসলে এটি হল গোদাবরী নদী। গোদাবরী নদীর উৎস ত্রিম্বক উচ্চভূমি এবং মোহনা বঙ্গোপসাগর।

Related GK

Q. In which of the following islands is India’s only active volcano found?

A. Agatti Island
B. Divar Island
C. Neil Island
D. Barren Island

Q. ভারতের একটি ঠান্ডা মরুভূমি হল

A. শিলং মালভূমি
B. তিব্বত
C. থার
D. লাদাখ

Q. পশ্চিমবঙ্গের 'গনগনি' অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে?

A. তরাই মাটি
B. লবণাক্ত মাটি
C. ল্যাটেরাইট মাটি
D. পলি মাটি

Q. কোন অঞ্চলকে 'দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার' বলা হয়?

A. তিরুবনন্তপুরম
B. কোয়েম্বাটোর
C. তিরুচিরাপল্লী
D. থাঞ্জাভুর

Q. —— ভারতের বৃহত্তম আখ উৎপাদনকারী রাজ্য।

A. মহারাষ্ট্র
B. উত্তরপ্রদেশ
C. গুজরাট
D. মধ্যপ্রদেশ

Q. ____ হল মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ।

A. নকরেক (Nokrek)
B. মিরিক (Mirik)
C. শিলং (Shilong)
D. উপরের কোনটি নয়