Q. পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে

Answer: পামির মালভূমি কে

Related GK

Q. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?

A. তিস্তা ও রায়ডাক
B. তিস্তা ও করলা
C. তিস্তা ও জলঢাকা
D. জলঢাকা ও তোর্সা

Q. —— মাইকার সবচেয়ে বেশি উৎপাদনকারী রাজ্য

A. বিহার
B. অন্ধ্রপ্রদেশ
C. ঝাড়খণ্ড
D. মধ্যপ্রদেশ

Q. কয়লা, খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাস হল

A. Fossil Fuel (ফসিল ফুয়েল )
B. Indigenous Fuel ( ইণ্ডিজেনাস ফুয়েল )
C. Cryogenic Fuel (ক্রায়োজেনিক ফুয়েল )
D. Radioactive Fule (রেডিও অ্যাক্টিভ ফুয়েল)

Q. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

A. মঙ্গল
B. বুধ
C. শনি
D. পৃথিবী

Q. ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস 2011) :

A. উত্তর ২৪ পরগণা
B. পাটনা
C. এন. সি. আর
D. হাওড়া