Q. তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত —

Answer: তরাই

তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত। তরাই অঞ্চলে ভাবর অর্থাৎ কর্দমাক্ত জায়গা বেশি পরিলক্ষিত হয় ।

Related GK

Q. নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুথা নদীর তীরে অবস্থিত?

A. পুনে
B. ব্যাঙ্গালুরু
C. দেরাদুন
D. নাগপুর

Q. পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হল

A. বীরভূম
B. বাঁকুড়া
C. পুরুলিয়া
D. পশ্চিম বর্ধমান

Q. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতে এই স্থানে রয়েছে

A. উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা
B. পূর্ব মেদিনীপুর ও হাওড়া
C. সুন্দরবন অঞ্চল
D. নদীয়া, উত্তর চব্বিশ পরগণা ও হাওড়া

Q. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

A. জম্মু ও কাশ্মীর
B. কেরল
C. তেলেঙ্গানা
D. অন্ধ্রপ্রদেশ

Q. তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত?

A. করমন্ডল উপকূলে
B. মালাবার উপকূলে
C. কঙ্কণ উপকূলে
D. কচ্ছ উপসাগর উপকূলে