Q. তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত —

Answer: তরাই

তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত। তরাই অঞ্চলে ভাবর অর্থাৎ কর্দমাক্ত জায়গা বেশি পরিলক্ষিত হয় ।

Related GK

Q. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে

A. উত্তরে
B. উত্তর পশ্চিম এবং দক্ষিণপূর্বে
C. উত্তর এবং উত্তর পূর্বে
D. উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে

Q. 'জেলেপ লা' হল একটি পর্বত গিরিপথ (Jelep La Pass), এটি কোথায় দেখা যায়

A. সিকিম
B. নেপাল
C. অরুণাচল প্রদেশে
D. ভুটান

Q. ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

A. দিল্লি
B. লক্ষ্ণৌ
C. দেরাদুন
D. ভোপাল

Q. পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হল

A. পশ্চিম বর্ধমান
B. বাঁকুড়া
C. বীরভূম
D. পুরুলিয়া

Q. কারচাম ওয়াংটু জলবিদ্যুৎ কেন্দ্র (Karcham Wangtoo Hydroelectric plant) নিচের কোন রাজ্যে অবস্থিত?

A. জম্মু ও কাশ্মীর
B. উত্তরাখণ্ড
C. রাজস্থান
D. হিমাচল প্রদেশ

Q. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে?

A. করমন্ডল উপকূল
B. মাদ্রাজ
C. কন্যাকুমারী
D. থাঞ্জাভুর

Q. In which of the following islands is India’s only active volcano found?

A. Neil Island
B. Barren Island
C. Divar Island
D. Agatti Island

Q. 'দক্ষিণ ভারতের ম্যানচেস্টার' নামে পরিচিত কোন শহর

A. শোলাপুর
B. কোয়েম্বাটোর
C. চেন্নাই
D. মাদুরাই