West Bengal

Q. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত?

A. জয়ন্তী পাহাড়
B. উপরের কোনোটিই নয়
C. দার্জিলিং পর্বতশ্রেণি
D. সিঙ্গালীলা পর্বতশ্রেণি

Q. পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায়?

A. মকরক্রান্তির নিকট
B. আর্কটিক সার্কেল
C. কর্কটক্রান্তির নিকট
D. নিরক্ষরেখার নিকট

Q. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে

A. উত্তর এবং উত্তর পূর্বে
B. উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে
C. উত্তরে
D. উত্তর পশ্চিম এবং দক্ষিণপূর্বে

Q. পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল

A. তিস্তা, জলঢাকা, রায়ডাক
B. দামোদর, গঙ্গা
C. গঙ্গা, ব্রহ্মপুত্র
D. তিস্তা, গঙ্গা

Q. কলকাতা শহরের স্থনীয় স্বায়ত্ত শাসনের প্রতিষ্ঠানটির নাম হল

A. KC (কলকাতা নিগম)
B. CIT (কলকাতা উন্নয়ন ট্রাস্ট )
C. KMC (কলকাতা নগর নিগম )
D. KMDA (কলকাতা নগর উন্নয়ন আধিকারিক)

Q. পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি?

A. কালোমাটি
B. লালমাটি
C. পলিমাটি
D. লবণাক্ত কাদামাটি