Q. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে

Answer: রামসার স্থান হিসেবে

রামসার কনভেনশন (Ramsar Convention) হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস।
২০০২ সালের ১৯ অগস্ট রামসার কনভেনশন অনুসারে পূর্ব কলকাতা জলাভূমি “আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমি” হিসেবে ঘোষিত হয়। [Source: Wikipedia]

Related GK

Q. চিলকা কোন ধরনের হ্রদের উদাহরণ।

A. হিমবাহ (Glacial)
B. ক্রেটার (Crater)
C. বায়বীয় (Aeolian)
D. লেগুন (Lagoon)

Q. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

A. জলপাইগুড়ি
B. দার্জিলিং
C. বাঁকুড়া
D. পুরুলিয়া

Q. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?

A. তিস্তা ও রায়ডাক
B. তিস্তা ও করলা
C. তিস্তা ও জলঢাকা
D. জলঢাকা ও তোর্সা

Q. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল__

A. বিন্ধ্য
B. আরাবল্লী
C. নীলগিরি
D. হিমালয়

Q. 'দক্ষিণ ভারতের ম্যানচেস্টার' নামে পরিচিত কোন শহর

A. মাদুরাই
B. কোয়েম্বাটোর
C. চেন্নাই
D. শোলাপুর

Q. নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুথা নদীর তীরে অবস্থিত?

A. নাগপুর
B. দেরাদুন
C. পুনে
D. ব্যাঙ্গালুরু