Q. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে

Answer: উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে

পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে। পশ্চিমবঙ্গের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সবথেকে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশ সাথে।

Related GK

Q. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

A. দার্জিলিং
B. পুরুলিয়া
C. জলপাইগুড়ি
D. বাঁকুড়া

Q. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত?

A. সিঙ্গালীলা পর্বতশ্রেণি
B. উপরের কোনোটিই নয়
C. দার্জিলিং পর্বতশ্রেণি
D. জয়ন্তী পাহাড়

Q. 'দক্ষিণ ভারতের ম্যানচেস্টার' নামে পরিচিত কোন শহর

A. চেন্নাই
B. শোলাপুর
C. কোয়েম্বাটোর
D. মাদুরাই

Q. সবুজ বিপ্লব সীমিত ছিল

A. মহারাষ্ট্রের তুলা চাষে
B. অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে
C. পশ্চিমবঙ্গের ধান চাষে
D. পঞ্জাব-হরিয়ানার গম চাষে