Q. 38 তম প্যারালাन (38th parallel) বিভক্ত করে

Answer: উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

Related GK

Q. সবুজ বিপ্লব সীমিত ছিল

A. অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে
B. মহারাষ্ট্রের তুলা চাষে
C. পঞ্জাব-হরিয়ানার গম চাষে
D. পশ্চিমবঙ্গের ধান চাষে

Q. তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত?

A. কঙ্কণ উপকূলে
B. করমন্ডল উপকূলে
C. কচ্ছ উপসাগর উপকূলে
D. মালাবার উপকূলে

Q. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়?

A. আদ্র
B. ক্রান্তীয় মৌসুমী
C. শুষ্ক উপক্রান্তীয়
D. অর্ধশুষ্ক

Q. সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল ____

A. আনাইমুদি
B. অরোয়া-কোন্ডা
C. মহাবালেশ্বর
D. পুষ্পগিরি

Q. নিম্নলিখিত কোন শহরে HDFC ব্যাঙ্কের সদর দপ্তর অবস্থিত?

A. বেঙ্গালুরু
B. মুম্বাই
C. নতুন দিল্লি
D. পাটনা

Q. নিচের কোন দেশটি ‘SAARC’ এর সদস্য নয়?

A. নেপাল
B. বাংলাদেশ
C. ভুটান
D. মরিশাস

Q. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'PVC' কথাটি হল

A. ফসফো ভিনাইল ক্লোরাইড
B. পলিভিনাইল ক্লোরাইড
C. পলিভিনাইল কার্বোনেট
D. ফসফর ভ্যানডিয়াম ক্লোরাইড