Q. দামোদর ভ্যালি কর্পোরেশন হলো —

Answer: ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা

দামোদর ভ্যালি কর্পোরেশন হলো - ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা।

Related GK

Q. কয়লা, খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাস হল

A. Fossil Fuel (ফসিল ফুয়েল )
B. Radioactive Fule (রেডিও অ্যাক্টিভ ফুয়েল)
C. Indigenous Fuel ( ইণ্ডিজেনাস ফুয়েল )
D. Cryogenic Fuel (ক্রায়োজেনিক ফুয়েল )

Q. নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুথা নদীর তীরে অবস্থিত?

A. ব্যাঙ্গালুরু
B. দেরাদুন
C. নাগপুর
D. পুনে

Q. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

A. জলপাইগুড়ি
B. দার্জিলিং
C. বাঁকুড়া
D. পুরুলিয়া

Q. পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি

A. সান্দাকফু
B. ফুজিয়ামা
C. আরাবল্লী ভঙ্গিল পর্বত
D. হিমালয়

Q. আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে-

A. ভূমধ্যসাগর
B. পারস্য উপসাগর
C. আটলান্টিক মহাসাগর
D. লোহিত সাগর

Q. পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায়?

A. কর্কটক্রান্তির নিকট
B. নিরক্ষরেখার নিকট
C. আর্কটিক সার্কেল
D. মকরক্রান্তির নিকট