Q. স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন জেলাটি ছিল না?

Answer: কোচবিহার

স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে কোচবিহার জেলাটি ছিল না। 1949 সালের 28 আগস্ট রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ কোচবিহার রাজ্যকে ভারতীয় অধিরাজ্যের হাতে তুলে দেন। এই বছর 12 সেপ্টেম্বর থেকে কোচবিহার ভারতের কমিশনার শাসিত প্রদেশে পরিণত হয়। 1950 সালের 1 জানুয়ারি 1935 সালের ভারত শাসন আইনের
209 ক ধারা বলে কোচবিহার পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলায় পরিণত হয়।

Related GK

Q. কারচাম ওয়াংটু জলবিদ্যুৎ কেন্দ্র (Karcham Wangtoo Hydroelectric plant) নিচের কোন রাজ্যে অবস্থিত?

A. রাজস্থান
B. উত্তরাখণ্ড
C. জম্মু ও কাশ্মীর
D. হিমাচল প্রদেশ

Q. ভারতে বিমান তৈরি হয়

A. কানপুরে
B. বেঙ্গালুরুতে
C. নাসিকে
D. ভোপালে

Q. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি

A. পাম্বন দ্বীপ
B. নিকোবর দ্বীপ
C. ব্যারন দ্বীপ
D. আন্দামান দ্বীপ

Q. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

A. তেলেঙ্গানা
B. অন্ধ্রপ্রদেশ
C. জম্মু ও কাশ্মীর
D. কেরল

Q. কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়?

A. 4 ডিসেম্বর, 1969
B. 16 আগস্ট, 1969
C. 14 জানুয়ারি, 1969
D. 27 জানুয়ারি, 1969