Q. নেতাজীর আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল ?

Answer: ব্যাঘ্র

নেতাজীর আজাদ হিন্দ ফৌজের পতাকায় ব্যাঘ্র প্রতিকৃতি ছিলো। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু। আজাদ হিন্দ ফৌজের প্রথম সেনাপতি ছিলেন মোহন সিং।

Related GK

Q. নিচের কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেন?

A. তেজ বাহাদুর সাপ্রু
B. আবুল কালাম আজাদ
C. মোহনদাস করমচাঁদ গান্ধী
D. নেতাজী সুভাষচন্দ্র বোস

Q. কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Traditionnal Moderniser ) বলা হয়?

A. বি. জি. তিলক
B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C. রামমোহন রায়
D. স্বামী বিবেকানন্দ

Q. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?

A. এটলী
B. লর্ড লিনলিথগো
C. লর্ড মাউন্টব্যাটেন
D. লর্ড ওয়াভেল

Q. 'ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' -এর সঙ্গে কে জড়িত ছিলেন ?

A. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
B. মহাদেব গোবিন্দ রানাডে
C. আনন্দ মোহন বোস
D. রাসবিহারী বোস

Q. ‘ইনক্লাব জিন্দাবাদ’ শ্লোগানটি কে দিয়েছিলেন?

A. সুভাষচন্দ্র বসু
B. ভগৎ সিং
C. মহঃ ইকবাল
D. লালা লাজপৎ রায়

Q. মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল

A. মাদ্রাজ অধিবেশনে (1927)
B. করাচী অধিবেশনে (1931)
C. লাহোর অধিবেশনে (1929)
D. গৌহাটি অধিবেশনে (1926)

Q. 'হিন্দু মজদুর সংঘ' -এর প্রতিষ্ঠাতা ছিলেন?

A. এন এম যোশি
B. জি এল নন্দ
C. ভি বি প্যাটেল
D. দাদাভাই নওরোজী

Q. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত 'ডান্ডি পদযাত্রা' দিয়ে শুরু হয়?

A. ভারত ছাড়ো আন্দোলন
B. খিলাফত আন্দোলন
C. অসহযোগ আন্দোলন
D. আইন অমান্য আন্দোলন