Q. নেতাজীর আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল ?

Answer: ব্যাঘ্র

নেতাজীর আজাদ হিন্দ ফৌজের পতাকায় ব্যাঘ্র প্রতিকৃতি ছিলো। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু। আজাদ হিন্দ ফৌজের প্রথম সেনাপতি ছিলেন মোহন সিং।

Related GK

Q. কে 'স্পিরিট অফ ইসলাম' লিখেছিলেন?

A. আব্দুল ওয়াহাব
B. থিয়োডোর বেক
C. মহসিন উল-মুলক
D. সৈয়দ আমীর আলী

Q. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন —

A. ফিরোজ শাহ মেহতা
B. উমেশচন্দ্র ব্যানার্জি
C. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
D. এ ও হিউম

Q. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে কাকে অভিহিত করা হয়?

A. বীরসালিঙ্গম পানতুলু
B. মহাদেব গোবিন্দ রানাডে
C. রাজা রামমোহন রায়
D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Q. বিরজীস কাদের কে ছিলেন?

A. বাংলার নবাব
B. অযোধ্যার নবাব
C. মুঘল সম্রাট
D. হায়দ্রাবাদের নিজাম

Q. খোদা-ই-খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. খান আব্দুল গফ্ফর খান
B. ডঃ আনসারি
C. আব্বাস তায়েবজী
D. মৌলানা আজাদ

Q. 1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন?

A. জওহরলাল নেহরু
B. তেজ বাহাদুর সপরু
C. পূর্বে উক্ত সকলেই
D. ভূলাভাই দেশাই

Q. 1857 -রবিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন

A. নানাসাহেব
B. বেগম হজরৎ মহল
C. লিয়াকৎ আলি
D. বাহাদুর শাহ

Q. তীতুমীরের আসল নাম কী ছিল ?

A. সৈয়দ আমানুল্লা
B. সৈয়দ আমীর আলী
C. সৈয়দ মীর নাসের আলী
D. সৈয়দ মীর মহম্মদ খান

Q. হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল

A. মাউন্টব্যাটেন পরিকল্পনা
B. মিন্টো-মরলে রিফর্মস
C. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935
D. মন্টেগু চেমসফোর্ড রিফর্মস

Q. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে?

A. ক্যাপ্টেন মোহন সিং
B. রাসবিহারী বসু
C. শাহনওয়াজ খান
D. সুভাষচন্দ্র বোস