Q. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?

Answer: লর্ড ক্যানিং

১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলাট বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
এই বিদ্রোহ বাংলা অযোধ্যা লখনৌ তে ছড়িয়ে পড়েছিল, বাংলার ব্যারাকপুর সিপাহী বিদ্রোহের অন্যতম কেন্দ্র, যার নেতৃত্ব দিয়েছিলেন মঙ্গল পান্ডে।

Related GK

Q. জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কার উদ্যোগে তৈরি হয়েছিল?

Answer: আলেকজান্ডার ডাফ

1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ এর উদ্যোগে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন তৈরি হয়।

Q. লক্ষ্ণৌ চুক্তি (1916) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস
B. হোমরুল লীগ ও মুসলিম লীগ
C. মুসলিম লীগ ও ভারত সভা
D. ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ

Q. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?

A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B. পিঙ্গালি ভেঙ্কাইয়া
C. পদ্মনাভন
D. অ্যানি বেসান্ত

Q. ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন

A. স্যার পেথিক লরেন্স
B. স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
C. লর্ড মাউন্টব্যাটেন
D. স্যার সিরিল রাডক্লিফ

Q. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. চক্রবর্তী রাজাগোপালাচারী
B. লর্ড মাউন্টব্যাটেন
C. লর্ড ওয়েভেল
D. ক্লিমেন্ট এটলি

Q. ভারত একটি

A. যুক্তরাষ্ট্র
B. রাষ্ট্র সমবায়
C. এককেন্দ্রিক
D. রাজ্যসমূহের সংঘ

Q. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন —

A. বি. আর. আম্বেদকর
B. এম. কে গান্ধি
C. বি. জি. তিলক
D. এন এম লোখান্ডি

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. কোল বিদ্রোহ
B. সাঁওতাল বিদ্রোহ
C. সন্ন্যাসী বিদ্রোহ
D. চুয়াড় বিদ্রোহ