Q. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন?

Answer: লর্ড ডালহৌসি

ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন। বড়লাট লর্ড ডালহৌসি ভারতীয় রেলপথের জনক নামে পরিচিত।1853 সালে ভারতে প্রথম রেলপথ নির্মাণের কাজ শুরু হয়।

Related GK

Q. শ্রীরঙ্গপত্তমে 'স্বাধীনতা বৃক্ষ' স্থাপন করেছিলেন

A. চিন কিলিচ খান
B. হায়দার আলি
C. মুর্শিদকুলি খান
D. টিপু সুলতান

Q. ক্রিপস মিশন প্রস্তাব একটি 'ফেল করা ব্যাংকের ওপর আগামীদিনের চেক-এর মতো'— এই উক্তি কার?

A. জহরলাল নেহেরু
B. সুভাষ চন্দ্র বসু
C. সর্দার বল্লভভাই প্যাটেল
D. মহাত্মা গান্ধী

Q. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?

A. লর্ড ক্যানিং
B. উইলিয়াম বেন্টিঙ্ক
C. লর্ড ডালহৌসি
D. লর্ড কর্নওয়ালিস

Q. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক একলক্ষ টাকা বরাদ্দ করা হয়?

A. 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
B. 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
C. 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন
D. 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন

Q. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. মহম্মদ শেখ আবদুল্লা
B. লর্ড মাউন্টব্যাটেন
C. সৈয়দ আমীর আলী
D. মহম্মদ আলি জিন্না

Q. কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজের' দাবি ঘোষিত হয়?

A. নাগপুর কংগ্রেস
B. সুরাট কংগ্রেস
C. কলকাতা কংগ্রেস
D. লাহোর কংগ্রেস