Q. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল

Answer: ভারতীয় সাংবিধানিক সভা

Related GK

Q. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

A. বি.আর. আম্বেদকর
B. জহরলাল নেহরু
C. রাজেন্দ্র প্রসাদ
D. সি. রাজাগোপালাচারী

Q. ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল?

A. কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গড়া
B. হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ
C. সিমলা কনফারেন্স আহ্বান করা
D. উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট নেওয়া

Q. শ্রীরঙ্গপত্তমে 'স্বাধীনতা বৃক্ষ' স্থাপন করেছিলেন

A. টিপু সুলতান
B. হায়দার আলি
C. চিন কিলিচ খান
D. মুর্শিদকুলি খান

Q. 1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন?

A. ভূলাভাই দেশাই
B. তেজ বাহাদুর সপরু
C. জওহরলাল নেহরু
D. পূর্বে উক্ত সকলেই

Q. 'এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল' প্রতিষ্ঠা করেন

A. রাজা রামমোহন রায়
B. স্যার উইলিয়াম জোন্স
C. সি এফ এন্ড্রুজ
D. উইলিয়াম মার্শাল

Q. কলকাতা শহরের স্থনীয় স্বায়ত্ত শাসনের প্রতিষ্ঠানটির নাম হল

A. CIT (কলকাতা উন্নয়ন ট্রাস্ট )
B. KMC (কলকাতা নগর নিগম )
C. KMDA (কলকাতা নগর উন্নয়ন আধিকারিক)
D. KC (কলকাতা নিগম)

Q. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়

A. খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম -এ
B. হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ
C. চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর -এ
D. লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ