Q. নীলদর্পণ নাটক কার রচনা ?

Answer: দীনবন্ধু মিত্র

নীলদর্পণ নাটক দীনবন্ধু মিত্র রচনা করেছিলেন।নীল দর্পণ হল দীনবন্ধু মিত্র কতৃক 1860 খ্রি. রচিত একটি বাংলা সামাজিক নাটক। এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন।

Related GK

Q. 'এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল' প্রতিষ্ঠা করেন

A. সি এফ এন্ড্রুজ
B. রাজা রামমোহন রায়
C. স্যার উইলিয়াম জোন্স
D. উইলিয়াম মার্শাল

Q. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. রাসবিহারী বোস
B. সূর্য সেন
C. চিত্তরঞ্জন দাশ
D. সুভাষ চন্দ্র বোস

Q. ভারত একটি

A. এককেন্দ্রিক
B. যুক্তরাষ্ট্র
C. রাষ্ট্র সমবায়
D. রাজ্যসমূহের সংঘ

Q. তীতুমীরের আসল নাম কী ছিল ?

A. সৈয়দ আমানুল্লা
B. সৈয়দ মীর নাসের আলী
C. সৈয়দ আমীর আলী
D. সৈয়দ মীর মহম্মদ খান

Q. কবে ‘ডান্ডী অভিযান’ হয়েছিল?

A. 12 ই মার্চ, 1930
B. 12 ই এপ্রিল, 1925
C. 14 ই মে, 1935
D. 7 ই আগস্ট, 1942

Q. 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়?

A. বাল গঙ্গাধর তিলক
B. সি. রাজাগোপালাচারি
C. লালা লাজপৎ রাই
D. পি. সীতারামাইয়া

Q. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল?

A. 21 শে এপ্রিল, 1922
B. 25 শে সেপ্টেম্বর, 1925
C. 13 ই এপ্রিল, 1919
D. 15 ই আগস্ট, 1921

Q. ভারতীয় জাতীয় বাহিনীর (আই. এন. এ ) প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন?

A. নেতাজী সুভাষ চন্দ্র বসু
B. রাসবিহারী বসু
C. ক্যাপ্টেন মোহন সিং
D. উপরের কেউ নয়

Q. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. ক্লিমেন্ট এটলি
B. লর্ড মাউন্টব্যাটেন
C. চক্রবর্তী রাজাগোপালাচারী
D. লর্ড ওয়েভেল