Q. কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল?

Answer: 1946

ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে। কেবিনেট মিশন বা মন্ত্রী মিশনের সদস্যরা হলেন ভারত সচিব স্যার পেথিক লরেন্স,বাণিজ্য সভার সভাপতি 'স্টাফোর্ড ক্রিপস' এবং নৌবাহিনী প্রধান এ ভি আলেকজান্ডার। ভারতের স্বাধীনতা বিষয়ক আলোচনার জন্য তারা ভারতে এসেছিলেন।

Related GK

Q. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন

A. অটল বিহারী বাজপেয়ী
B. চৌধুরী চরণ সিং
C. জয়প্রকাশ নারায়ণ
D. মোরারজি দেশাই

Q. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে কাকে অভিহিত করা হয়?

A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B. রাজা রামমোহন রায়
C. বীরসালিঙ্গম পানতুলু
D. মহাদেব গোবিন্দ রানাডে

Q. ক্রিপস মিশন প্রস্তাব একটি 'ফেল করা ব্যাংকের ওপর আগামীদিনের চেক-এর মতো'— এই উক্তি কার?

A. সর্দার বল্লভভাই প্যাটেল
B. জহরলাল নেহেরু
C. সুভাষ চন্দ্র বসু
D. মহাত্মা গান্ধী

Q. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?

A. ভারত সভা
B. ভারতের কমিউনিস্ট পার্টি
C. বেঙ্গল জমিদার লিগ
D. মুসলিম লিগ

Q. 'ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' -এর সঙ্গে কে জড়িত ছিলেন ?

A. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
B. রাসবিহারী বোস
C. আনন্দ মোহন বোস
D. মহাদেব গোবিন্দ রানাডে

Q. কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?

A. নীলদর্শন
B. নীলদর্পণ
C. দীনবন্ধু
D. আনন্দমঠ

Q. 'Poverty and Unbritish Rule in India' গ্রন্থটির রচয়িতা কে ?

A. রমেশচন্দ্র দত্ত
B. এ. ও. হিউম
C. অমর্ত্য সেন
D. দাদাভাই নওরোজী