Q. 'উলগুলান' শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?

Answer: মুণ্ডা অভ্যুত্থান

'উলগুলান' শব্দটি মুণ্ডা অভ্যুত্থানের সাথে জড়িত। উলগুলান শব্দটির আক্ষরিক অর্থ হলো 'ভয়ংকর বিশৃঙ্খলা'। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল বিরসা মুন্ডা।

Related GK

Q. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?

A. এ ভি আলেকজান্ডার
B. স্যার পেথিক লরেন্স
C. লর্ড ওয়াভেল
D. স্যার স্ট্যাফর্ড ক্রিপস

Q. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল?

A. সাইমন কমিশনের আগমন
B. অসহযোগ আন্দোলন
C. কম্যুনাল আওয়ার্ড
D. Rowlatt আইন প্রণয়ন

Q. কারা 'প্রত্যক্ষ সংগ্রাম' -এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়?

A. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (18 আগস্ট, 1945)
B. হিন্দু মহাসভা (3 জুন, 1942)
C. জাতীয় কংগ্রেস (8 আগস্ট, 1942)
D. মুসলিম লীগ (16 আগস্ট, 1946)

Q. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে কাকে অভিহিত করা হয়?

A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B. মহাদেব গোবিন্দ রানাডে
C. রাজা রামমোহন রায়
D. বীরসালিঙ্গম পানতুলু

Q. কংগ্রেস কর্তৃক গঠিত 'জাতীয় পরিকল্পনা কমিটি 'র সভাপতি কে ছিলেন?

A. জওহরলাল নেহেরু
B. রাজেন্দ্র প্রাসাদ
C. তেজ বাহাদুর সপ্রু
D. আসফ আলি

Q. কে বলেছেন, "চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে" ?

A. কার্ল মার্ক্স
B. এম. কে. গান্ধী
C. মার্টিন লুথার কিং
D. নেলসন ম্যান্ডেলা

Q. ‘আগস্ট অফার’ এ প্রস্তাবগুলি কী ছিল?

A. ক্রমান্বয়ে ভারতের পূর্ণ স্বাধীনতা
B. কেন্দ্রে প্রতিনিধিত্বমূলক সরকার
C. প্রাদেশিক স্বায়ত্তশাসন
D. ডোমিনিয়ন স্ট্যাটাস