Q. ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

Answer: 1885

ভারতের জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি।

Related GK

Q. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?

A. উইলিয়াম বেন্টিঙ্ক
B. লর্ড ক্যানিং
C. লর্ড কর্নওয়ালিস
D. লর্ড ডালহৌসি

Q. ভারত একটি

A. এককেন্দ্রিক
B. যুক্তরাষ্ট্র
C. রাষ্ট্র সমবায়
D. রাজ্যসমূহের সংঘ

Q. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?

A. এ ভি আলেকজান্ডার
B. স্যার পেথিক লরেন্স
C. স্যার স্ট্যাফর্ড ক্রিপস
D. লর্ড ওয়াভেল

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

A. বাল গঙ্গাধর তিলক
B. এ. ও. হিউম
C. সুরেন্দ্র নাথ ব্যানার্জী
D. মতিলাল নেহরু

Q. নীলদর্পণ নাটক কার রচনা ?

A. গিরীশচন্দ্র ঘোষ
B. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
C. দীনবন্ধু মিত্র
D. দ্বিজেন্দ্রলাল রায়

Q. 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857"?

A. উইনস্টন চার্চিল
B. চিয়াং কাই শেক
C. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
D. ভাইসরয় লর্ড লিনলিথগো

Q. কে বলেছেন, "চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে" ?

A. কার্ল মার্ক্স
B. এম. কে. গান্ধী
C. মার্টিন লুথার কিং
D. নেলসন ম্যান্ডেলা

Q. বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে
B. মারাঠা ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে 1761 খ্রিষ্টাব্দে
C. টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1784 খ্রিষ্টাব্দে
D. রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে 1809 খ্রিষ্টাব্দে