Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

Answer: এ. ও. হিউম

Related GK

Q. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল?

A. 15 ই আগস্ট, 1921
B. 21 শে এপ্রিল, 1922
C. 25 শে সেপ্টেম্বর, 1925
D. 13 ই এপ্রিল, 1919

Q. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়

A. লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ
B. চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর -এ
C. খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম -এ
D. হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ

Q. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. গিরিশ চন্দ্র ঘোষ
B. শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়
C. রবার্ট নাইট
D. শিশির কুমার ঘোষ

Q. ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান?

A. লর্ড ক্যানিং
B. লর্ড হার্ডিঞ্জ
C. লর্ড ডালহৌসী
D. লর্ড রিপন

Q. কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে 'গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া' বলা হয় ?

A. গোপালকৃষ্ণ গোখলে
B. দাদাভাই নৌরজী
C. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
D. বদরউদ্দিন তৈয়বজী

Q. দীনবন্ধু মিত্র রচিত 'নীল দর্পণ' গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে ?

A. নীল চাষি
B. ভূমিহীন মজুর
C. বাংলার কারিগর
D. উপরোক্ত প্রতিটি শ্রেণীরই

Q. ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর -এর জন্য 1946 সালে “Break down plan” প্রস্তাব করেন

A. ক্লিমেন্ট অ্যাটলি
B. ভাইসরয় লর্ড ওয়াভেল
C. লর্ড মাউন্টব্যাটন
D. উইনস্টন চার্চিল

Q. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?

A. লালা লাজপত রাই
B. সি. আর. দাস
C. সুভাষচন্দ্র বসু
D. ভি. ভি. গিরি