Q. ভারত একটি

Answer: যুক্তরাষ্ট্র

ভারতের যুক্তরাষ্ট্রীয় দেশ। অর্থাৎ ভারতে দুই ধরনের কেন্দ্রীয় এবং আঞ্চলিক শাসন ব্যাবস্থা প্রচলিত রয়েছে। আঞ্চলিক শাসন ব্যাবস্থার মধ্যে রয়েছে 28 টি রাজ্য এবং 8 টি কেন্দ্র শাসিত অঞ্চল।

Related GK

Q. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন?

A. চমনলাল
B. মহাত্মা গান্ধী
C. রাজাগোপালাচারী
D. বল্লভভাই প্যাটেল

Q. ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন?

A. পট্টভি সীতারামাইয়া
B. মৌলানা আজাদ
C. রাজেন্দ্র প্রসাদ
D. জহরলাল নেহেরু

Q. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?

A. মুসলিম লিগ
B. বেঙ্গল জমিদার লিগ
C. ভারতের কমিউনিস্ট পার্টি
D. ভারত সভা

Q. কে 1905 সালে 'ঢাকা অনুশীলন সমিতি' স্থাপন করেছিলেন ?

A. বারীন্দ্র কুমার ঘোষ
B. ক্ষুদিরাম বসু
C. পুলিন বিহারী দাস
D. কেশবচন্দ্র সেন

Q. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?

A. লর্ড ওয়াভেল
B. স্যার পেথিক লরেন্স
C. এ ভি আলেকজান্ডার
D. স্যার স্ট্যাফর্ড ক্রিপস

Q. খোদা-ই-খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. ডঃ আনসারি
B. খান আব্দুল গফ্ফর খান
C. আব্বাস তায়েবজী
D. মৌলানা আজাদ

Q. দীনবন্ধু মিত্র রচিত 'নীল দর্পণ' গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে ?

A. বাংলার কারিগর
B. উপরোক্ত প্রতিটি শ্রেণীরই
C. নীল চাষি
D. ভূমিহীন মজুর

Q. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. চিত্তরঞ্জন দাশ
B. রাসবিহারী বোস
C. সূর্য সেন
D. সুভাষ চন্দ্র বোস

Q. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে?

A. শাহনওয়াজ খান
B. রাসবিহারী বসু
C. সুভাষচন্দ্র বোস
D. ক্যাপ্টেন মোহন সিং